আপনি কি অনেক ভাবছেন ? বা ঠিক করতে পারছেন না ?

 আমরা জানি আপনারা অনেক ভেবেছেন কিন্তু কিছুতেই ঠিক করে উঠতে পারছেন না | আমরা বলছি কি, আপনারা একটা সহজ সমাধানে চলে আসুন।  এত কিছু না ভেবে, ভাবুন না যে ছেলেমেয়েকে ইংরেজি Coaching এর জন্য আরও একটা Coaching এ দিয়েছেন | যদি আশা বাদী হন ও আমাদের যুক্তি অনুযায়ী ELITE EME  ৩ বছরের কোর্সে এ ভর্তি করেন তো ছেলেমেয়েরা তো শিখবেই,  অন্যথায় অন্তত ইংরেজি বিষয়টাতে অনেক বেশি পারদর্শী হয়ে যাবেই ELITE এ পড়লে |

 সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে, এবং সেটা এখনই এবং ২ বার ভাববার সময় ও সুযোগ পাবেন না | ছেলে মেয়েকে বাংলা মাধ্যমে ভর্তি করিয়েছেন, তাদের যতটা সম্ভব ইংরেজি মাধ্যমের ছেলেমেয়েদের মতো তৈরি করতে মাসে গড়ে মাত্র ৫০০ টাকা খরচ করে কয়েক বছর পড়ানোর সুযোগ পাচ্ছেন, মোটামুটি ১৫-২০ হাজার টাকা খরচ করেই | যেটা ইংরেজি Tution বা Coaching fees- এর থেকেও কম | মাসে কিন্তু ইংরেজি মাধ্যম এর মত ৫-১৫ হাজার টাকা নয়,বছর বছর Donation, আর কারণ-অকারণে হাজার হাজার বা লাখ তো নয়ই |

 আপনারা ভাবুন। ভাবলেই আমরা আছি | তবে ভাবলে এখনই ভাবুন | পরে আর নয়, ৫, ১০ বা ১৫ বছর পরে যখন ছেলে মেয়েরা জীবন জীবিকার জন্য যুদ্ধ করবে তখন আর সুযোগ পাবেন না |

মনে রাখবেন ইংরেজিতে কথা বলাটা কিন্তু শুধু কোন শিক্ষা নয়, একটা অভ্যাস এবং ভালো বলাটা অনেক দিনের, অনেক আগের প্রস্তুতি | আর ইংরেজিকেই পছন্দের বিষয় হিসাবে নিয়ে ভালোভাবে পড়লে,  জীবিকার বহু সুযোগ, অর্থ, মান  ও যশ সবই | অন্য অনেক জীবিকার চেয়েই অনেক অনেক বেশি। আর সারা বিশ্বে তার বিচরণ | তাই অনেকটা ইংরেজি মাধ্যমের মতোই ছেলেমেয়েদের পড়ানো আর না পড়ানোর মধ্যে তফাৎ হচ্ছে মাত্র ১৫- ২০ হাজার টাকা | ছেলে মেয়ে সারা জীবনের জীবন জীবিকার তাগিদে প্রায় কিছুই নয় | নয়ই | আপনি ভাবুন |

Scroll to Top