ব্যাকরণ কতটা দরকার কথা বলার ক্ষেত্রে ?

এটা একটা বহুচর্চিত ও বিতর্কিত বিষয় | আমরা যখনই ইংরেজি কথোপকথন শিখতে চেয়েছি তখনই উঠে এসেছে এই আলোচনাটি |

 আচ্ছা, আমরা যখন বাংলায় কথা বলি তখন কি বাংলা ব্যাকরণ এর কথা মনে পড়ে আমাদের?  কর্তা, ক্রিয়া, ক্রিয়ার কাল প্রভৃতি | আমরা কিন্তু সহজ সরল স্বাভাবিক ভাবে কথাই বলি কোন কিছু না ভেবে |  কি বললে কি বলতে হবে তার সমীকরণ তৈরি হয়ে যায় কথা শুনে শুনেই |

 তাই  শোনার অভ্যাস থেকে যদি বলার অভ্যাস হয়ে যায় তো ব্যাকরণের কথা আপনার মনেই পড়বে না এবং পড়ে না | কিন্তু যদি শোনার পরিবেশ থেকে শিখতে না পান এবং নিজেকে তৈরি করতে চান তো ব্যাকরণের প্রয়োজনীয়তা অবশ্যই এবং আমাদের মনে পড়েও |

মনে রাখবেন যারা সাবলীল ভাবে কথা বলেন যে কোন ভাষাতেই তখন কথা ছাড়া আর কিছুই মনে আসে না তাদের | 

Scroll to Top