নিজে নিজে কথা বলা

নিজে নিজে কথা বলা আপনার প্রস্তুতি পর্বে সবচেয়ে সাহায্যকারী পদ্ধতি এবং বন্ধু |

 মানুষ নিজেকে নিজে লজ্জা খুব  কম ক্ষেত্রেই পায়। তাই নিজেকে প্রস্তুত করতে নিজেরই কানের সাহায্য নিন | তবে নিজের মুখে কথা বলে কানের থেকে সবসময় ঠিক হলো না ভুল হলো এমন নিখুত মতামত চাইবেন না। মনে রাখতে হবে  মুখও আপনার আর কানও আপনার, অন্য কারো নয়| কানকে না জানিয়ে না হয় কিছুক্ষণ বকেই গেলেন | কান যখন বুঝতে পারবে তখন তো আপনি কিছু  শিখেছেনই, অন্তত কথা বলার গতিটা তো পেয়েছেনই| কিছু কিছু মাঝে মাঝে না হয় দু একটা ভালো মন্দ শুনিয়েই দেবেন | তখনো যদি লজ্জা না যায় তো কান কে বলেই দেবেন যে কিছুদিন পরেই না হয় আরো ভালো জিনিস দিয়ে না পাওয়ার খামতিটা ভরিয়ে  দেবো |

 এইভাবে চালিয়ে যান, কিছুদিন পরে দেখবেন কানও আর কিছু বলছে না, শুধু মুখের দিকে  হাঁ করে চেয়ে আছে ভালো কিছু শোনার জন্য |

Scroll to Top