কথা বলার সহজ তত্ত্ব

রাজীব রতন চার বছরের | সব স্কুলে পা রেখেছে | ভাষা শিক্ষার তার কোন জ্ঞান নেই, কিন্তু অনায়াসেই সে কথা বলতে পারে | কোন কিছুই তাকে শেখানো হয়নি, ব্যাকরণ মেনে | কিন্তু জানে, কিভাবে কথা বলতে হয় | আরো জানে আনন্দ প্রকাশ করতে ,দুঃখ প্রকাশ করতে, জানে রাগ জানান দিতেও | কেউ শেখায়নি কাল, বাক্য গঠনের নিয়ম, কথা বলার ভঙ্গিমা বা জটিল ব্যাকরণের মারপ্যাঁচ | দিব্যি গান করে, করে কৌতুক | বড়দের কথায় কাটান দিতেও ভাষার মারপ্যাঁচেতেও পটুতা দেখায় মাঝে মাঝেই |

কথা বলার আসল কথা হল কান তৈরি | কথা বলার জন্য যত চেষ্টাই কেউ করুন না কেন, কান তৈরি না হলে যথাযথ গতিতে কখনোই কথা বলার যোগ্যতা অর্জন করা যাবে না | কান তৈরি সাথে সাথে যথেষ্ট পরিমাণে শব্দের সঞ্চয় না থাকলেই যত  বিপত্তি | প্রথমে  শোনা তারপর মাতৃভাষায় বাক্য সাজানো, তারপর বিদেশি ভাষার রূপান্তর, তারপর বলা |

এই বলার মাঝে যত সময় ব্যয় হবে ততই বাড়বে সংশয়, আর সংশয় থেকেই ভুল, তারপরেই থেমে যাওয়া | থেমে যেতে না চাইলে তৈরি করতে হবে কান, বাড়াতে হবে শব্দের সঞ্চয়। তাহলেই বাড়বে গতি আর গতি বাড়লেই সাফল্য, আর সাফল্য আনন্দ, আরও সাফল্য |

Scroll to Top