সরকারি চাকরির অন্তত একটা বিকল্প রাখা চাই

যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সাফল্যের জন্য সাফল্য প্রার্থনা করি | কিন্তু মনে রাখা ভালো যে সরকারি চাকরি সংখ্যা খুবই কম | তাই তার কম্পিটিশনটা অতি কঠিন| চাকরি পেয়ে গেলে তোমার সাফল্য ১০০ শতাংশ, আর না পেলে শূন্য  “০”| শূন্য বলছি এই কারণে যে চাকরির পরীক্ষার জন্য যে পড়াশোনা করতে হয়,সেটা আর জীবনে অন্য কোথাও কাজে লাগে না |

তাই ১০০  আর ০ এর মধ্যে যদি জীবনে ভারসাম্য বজায় রাখতে হয় তো কেরিয়ারে একটা সেকেন্ড অপশন থাকা একান্তই দরকার বা বুদ্ধিমানের কাজ না হলেই ভয়ানক বিপদ |

তার সঙ্গে এখন  আরও দেখতে হবে যে সরকারি চাকরি সত্যিকারের সম্ভাবনা  এখন কতটুকু ? আরও মনে রাখা দরকার যে রাজ্য সরকার এখন বেশির ভাগ চাকরিতেই এখন চুক্তিভিত্তিক নিয়োগ করছে বা করবে | 

এই বিপদে পড়তে না চাইলে সরকারি চাকরি প্রস্তুতির পাশাপাশি ভালো মানের প্রফেশনাল  কোর্স করে রাখাই যুক্তিযুক্ত | আর ভালো প্রফেশনাল কোর্স বলতে কম্পিউটারের  কিন্তু কোন বিকল্প না খোঁজাই ভালো |

আর অনেক টাকা খরচ করেই কোর্সটা করতে হবে কারণ সরকারি চাকরিতে তোমার আয়ের লক্ষ্য ছিল ৩০০০০ থেকে ৭০০০০ মধ্যে | আর বেসরকারিতে শুরু  পশ্চিমবঙ্গে মাত্র ৫০০০ | 

তোমার জীবন তুমি ভাবলেই ভালো | 

আমরা শুধু গাইড করতে পারি আর উন্নত মানের কম্পিউটারটা শেখাতে পারি, সহযোগিতা করতে পারি জীবনের প্রথম চাকরিটা পেতে |

স্বপ্ন সার্থক

সারা জীবনের জন্য এটা নিশ্চয়তা | 

Scroll to Top